প্রিন্সিপালের বাণী

আযীয তোলাবা! السلام عليكم ورحمة الله মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া, যিনি তোমাদেরকে আম্বিয়া ও আওলিয়ায়ে কিরামের পথে এনে ইলমে নবুওয়্যতের উজ্জ্বল জ্যোতিতে জীবনকে আলোকময় করে তুলতে ইলমে নববীর দুর্গ জামিআ ইসলামিয়া বাইতুল আমান মাদরাসাতে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন। তোমরা যদি আল্লাহ্ প্রদত্ত এ মহা নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে শুকর গুজারী করো, তবে এর প্রতিদানে আল্লাহ তা‘আলা তোমাদের যোগ্যতা ও প্রতিভাকে আরও বাড়িয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত তোমরা স্বীয় সুপ্ত প্রতিভা ও আত্মচেতনাবোধ জাগ্রত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুই করতে পারবে না। দরস শুরুর প্রারম্ভেই এ শিক্ষার প্রকৃত লক্ষ্য ও সঠিক মর্যাদা উপলব্ধি করতঃ জ্ঞানলাভ ও যোগ্যতা বৃদ্ধিকে অন্যতম লক্ষ্য হিসাবে বেছে নাও। ইন শা আল্লাহ সাফল্য ও শান্তি তোমাদের পদ-চুম্বন করবেই। আখিরাতেও আল্লাহ্ র দরবারে আনন্দময় উজ্জ্বল মুখমন্ডল নিয়ে হাযির হতে পারবে। সাথে সাথে মনে রাখতে হবে: তোমাদের সাথে উস্তাদের সম্পর্ক দৃঢ় ও স্থায়ী সম্পর্ক, দৃঢ় সম্পর্কের অর্থ হল: সম্পর্কটি নিরস নিয়মের সম্পর্ক ও প্রতিষ্ঠান নির্ভর সম্পর্ক না হওয়া বরং শ্রদ্ধা ও মুহাব্বত এবং গ্রহণ ও অর্জনের সম্পর্ক হওয়া। আর স্থায়ী সম্পর্কের অর্থ হল; সম্পর্কটি কেবল শ্রেণী কক্ষের সম্পর্ক না হওয়া। অত্র মাদরাসা হক্কানী আলেম ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য মানুষ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি কার্য্যক্রম পরিচালিত হচ্ছে। কাঙ্খিত সাফল্য অর্জনে অত্র রিপোর্ট বই দিক নির্দেশনার কাজ করবে। এর সফল বাস্তবায়নে তোমাদের আন্তরিক প্রচেষ্টার সাথে সাথে সম্মানিত অভিভাবকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি: আমার প্রতিটি ছাত্র মাদরাসার নিয়ম-শৃঙ্খলা বিধি-বিধানের প্রতি সদা অনুগত এবং শ্রদ্ধাশীল থাকবে। নবী-রাসূল স. এর উত্তরসূরী হিসাবে দায়িত্ব পালনে থাকবে সচেষ্ট এবং উক্ত রিপোর্ট বই যথাযথ সংরক্ষণ করবে, যা পরবর্তি বছর ভর্তিকালীন সময়ে প্রয়োজন হবে। আমাদের আকাবির ও আসলাফগণ ইছলাহে নফ্স (আত্ম সংশোধন), ইছলাহে কওম এর (জাতি সংশোধন) যে খেদমত আঞ্জান দিয়েছিলেন তোমরা তার অগ্র পথিক। আমার বিশ্বাস আমার ছাত্ররা আকাবিরদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে নিজেদের এবং প্রতিষ্ঠান ও জাতির ক্রমোন্নতিতে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হবে। আমাদের নিরলস প্রচেষ্টার সাথে মহান রাব্বুল আলামীনের রহমত সহায় হোক। আমীন।

ধন্যবাদান্তে,
মুফতী মাহমুদুর রহমান
প্রিন্সিপাল